অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি, ফের উত্তপ্ত জগদ্দল
ঘটনার পরই এলাকায় চলে আসেন খোদ পুলিস কমিশনার। সঙ্গে বিশাল পুলিস বাহিনী। শুরু হয় এলাকায় তল্লাশি
নিজস্ব প্রতিবেদন: নতুন করে উত্তেজনা ছড়াল জগদ্দলে। বুধবার রাতে জগদ্দলের মেঘনা মোড়ে বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে চলল গুলি। বেশ কয়েকটি বোমাও ছোড়া হয় বলে দাবি অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিংয়ের।
আরও পড়ুন-প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ায় প্রাণনাশের হুমকি, অভিযোগ কৌশিক সেনের
বুধবার রাতে অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং অর্জুন সিংয়ের বাড়িতে আসছিলেন। বাড়িতে ঢোকামাত্র ওই বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এছাড়াও ৫-৬ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ সৌরভের। অর্জুন সিংয়ের বাড়ির সামনে রয়েছে সিআইএসএফের বাঙ্কার। সেই বাঙ্কারের সামনেই বোমা ছোড়ে দুষ্কৃতীরা।
আরও পড়ুন-নতুন মুখ কই? সংগঠনের নুন আনতে পান্তা ফুরোয় দশা দেখে ক্ষুব্ধ ইয়েচুরি
ঘটনার পরই এলাকায় চলে আসেন খোদ পুলিস কমিশনার। সঙ্গে বিশাল পুলিস বাহিনী। শুরু এলাকায় তল্লাশি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে গুলির খোল। বোমার টুকরো।
এখনও পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস। সৌরভ সিংয়ের দাবি, প্রতিবেশী রঞ্জিত সিং, সঞ্জয় সিং ও তাদের দলবল ওই গুলি চালিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, খোদ সাংসদের বাড়ির সামনেই যদি গুলি চলে তাহলে এলাকার নিরাপত্তার কী হবে।