নিজস্ব প্রতিবেদন: সাঁতরাগাছি পাখিরালয়ের ঝিলে মাছের মড়ক। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ওই ঝিলের জলে ভাসছে প্রচুর মরা মাছ। ইতিমধ্যেই কয়েকশ কেজি মাছ মারা গিয়েছে বলে খবর। যদিও ঠিক কী কারণে মাছ মারা গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জল দূষিত হয়ে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে মাছেদের। এলাকার বাসিন্দারা বলছেন ঝিলে কচুরীপানা বেড়ে যাওয়ার কারণে জলে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এর ফলেই মাছেদের মৃত্যু হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সময়ে রক্ত মিলল না, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু প্রসূতির


ঘটনায় চিন্তার ভাঁজ স্থানীয় প্রশাসনে। তাদের দাবি বারংবার সতর্ক করা সত্বেও জল দূষণের কথা ভাবছেন না স্থানীয় বাসিন্দারা। আশপাশের নর্দমার দূষিত জল পাখিরালয়ের এই ঝিলে মিশে যাওয়ায় জল দূষিত হচ্ছে। এদিকে প্রতিবছর শীতের শুরুতে হাজার হাজার পরিযায়ী পাখি আসে এই ঝিলে। জানুয়ারী ফেব্রুয়ারি নাগাদ ফিরে যায় তারা।



তবে পরিযায়ী পাখিদের জন্য এই ঝিলের জল আর কতটা নিরাপদ তা নিয়ে তৈরি হচ্ছে সংশয়।