নিজস্ব প্রতিবেদন:  বাঘের হানায় মৃত্যু হল কুলতলির এক মত্যস্যজীবীর। মৃতের নাম গোষ্ঠ নাইয়া। (৩৬)।
মৃত গোষ্ঠ কুলতলির নাইয়া পাড়ার বাসিন্দা। শনিবার সকালে তিনি তাঁর চার-পাঁচ জন সঙ্গীর সঙ্গে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সেসময় বাঘের কবলে পড়েন তিনি।
সঙ্গীরাই এলোপাথাড়ি লাঠি চালিয়ে বাঘটিকে তাড়ায়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় গোষ্ঠ নাইয়ার। সঙ্গীরাই তাঁকে উদ্ধার করে কুলতলি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিন তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন বামনেতা কান্তি গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন কুলতলির বাম বিধায়ক রামশঙ্কর হালদার। তাঁর পরিবারের হাতে এককালীন কুড়ি হাজার টাকা তুলে দেওয়া হয়। প্রতিমাসে তার স্ত্রীর অ্যাকাউন্টে একহাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়া মৃতের তিন সন্তানের পড়াশুনার খরচও তারা দেবেন বলে জানিয়েছেন।
 ভেঙে পড়েছে মৃত মত্স্যজীবীর পরিবার। পরিবারের বক্তব্য, একটানা লকডাউনের জেরে আয় কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। লকডাউন কিছুটা শিথিল হতেই উপার্জনের আশায় তাঁরা বেরিয়েছিলেন কাঁকড়া ধরতে।


আরও পড়ুন: করোনার মধ্যে রাজ্যে হানা ডেঙ্গির! ল্যাবগুলিতে চাপ কমাতে নয়া সিদ্ধান্ত রাজ্যের
যদিও বনদফতর সূত্রে খবর, জঙ্গলের মধ্যে বেআইনিভাবে কাঠ কাটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।