অরূপ বসাক: নাগরাকাটার জলঢাকা নদীতে ইনভার্টার দিয়ে মাছ ধরতে গিয়ে মৃত্যু! ইনভার্টারের শক লেগে মৃত্যু এক কিশোরের। মালবাজার মহকুমার  নাগরাকাটার হিলা চাবাগানের কাছে জিতি নদীতে ইনভার্টার দিয়ে মাছ ধরতে গিয়ে জলে পড়ে যায় ওই কিশোর। সেইসময় ইনভার্টারের তারেই বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই কিশোরের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে জানা গিয়েছে মৃত কিশোরের নাম রাহুল মুন্ডা। বয়স ১৭। বাড়ি লোয়ার হিলার ২ নম্বর লাইনে। জানা গিয়েছে, এদিন  রাহুল মুন্ডা সহ তিন বন্ধু মিলে ইনভার্টার নিয়ে ভূটান সীমান্ত এলাকায় মাছ ধরতে যায়। জানা গিয়েছে, তারা যে ইনভার্টারটি নিয়ে মাছ ধরতে গিয়েছিল, সেটা খুব পাওয়ারফুল ছিল। এখন একটি বড়শির মাধ্যমে মাছ ধরতে গিয়ে রাহুল জলের মধ্যে পড়ে যায়। সেই সময় জলের মধ্যে সেই ইনভার্টারের তারেই বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যায় রাহুল। এরপর খবর পেয়ে পুলিস এসে দেহ উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পুলিস জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।


এই ঘটনার পর হিলা চা-বাগানের বাসিন্দা মুস্তাকিম মিঞাঁ বলেন, নদীতে অবৈধভাবে ইনভার্টার দিয়ে মাছ ধরা বন্ধ করা উচিৎ। এভাবে মাছ ধরার ফলে মাছের বংশবৃদ্ধি যেমন ধ্বংস হয়ে যাচ্ছে, তেমনই মানুষেরও বিপদ ডেকে নিয়ে আসছে। আজ একজনের মৃত্যু হল। আগামীদিনে এভাবে মাছ ধরতে গেলে আরও মানুষের প্রাণহানি ঘটতেই পারে!


আরও পড়ুন, Bagda: হাসপাতালে বসেই চড়া দামে বাংলাদেশিদের জাল আধার, ভোটার ও জন্মশংসাপত্র দেওয়ার 'তাজ্জব' করা কারবার!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)