দাদার অনুগামী নয়, শুভেন্দুর সমর্থনে ফ্লেক্সে `অচেনা` মহিলা প্রচারকের নাম!
শহর জুড়ে চলছে জোর আলোচনা।
নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র কয়েক দিনের। শুভেন্দু অধিকারী সমর্থনে পেল্লাই সাইজের ফ্লেক্সে এবার জ্বলজ্বল করছে কলকাতাবাসী এক মহিলা প্রচারকের নাম! কে তিনি? বুঝতে উঠতে পারছেন না কেউ। জোর চর্চা চলছে রায়গঞ্জে।
আরও পড়ুন: ভোটের আগেই সরকার পড়ে যাবে, মুখ্যমন্ত্রী ভবানীপুরেও হারবেন : অর্জুন, পাল্টা জবাব নির্মলের
তখনও তাঁর মানভঞ্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছিল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার পড়েছিল উত্তর দিনাজপুরের ডালখোলায়। সেই পোস্টারে লেখা ছিল, 'শুভেন্দু অধিকারী ছিলেন, আছেন, থাকবেন আমাদের হৃদয়ে', সমর্থনে দাদার অনুগামীরা। তা নিয়ে শোরগোল কম হয়নি। এমনকী, জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জল্পনা মাথাচাড়া দিয়েছিল।
কোনটায় লেখা,'পূর্ব ভারতের শ্রেষ্ঠ সাংগঠনিক সম্রাট', কোনওটায় 'নতুন আলোয় ভোরে আশায় বাংলা প্রহর গুনছে, জননেতা জয়ধ্বনি সাগর পাহাড় শুনছে'। শনিবার সকালে শুভেন্দু অধিকারী সমর্থনে এমনই ফেক্স দেখা গেল রায়গঞ্জ শহরের মোড়ে, মোড়ে। নেপথ্যে কে? দাদার অনুগামী নয়, প্রতিটি ফ্লেক্সের নীচে লেখা, 'গার্গী মুখোপাধ্য়ায়(কলকাতা)'! অচেনা এই মহিলাকে ঘিরে এখন জোর আলোচনা চলছে শহরের সর্বত্রই।
আরও পড়ুন; আসানসোলের বারাবনিতে বোমা-গুলি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বাবুল সুপ্রিয়র
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, কারা এই ফ্লেক্স লাগিয়েছে,জানা নেই। তবে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপি আসতে চাইছে, তাঁরা এভাবে প্রচারে আলোয় আসতে চাইছে। এই ঘটনার আবার অন্যরকম ব্য়াখ্যা দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, 'কেউ দেওয়া লিখছে, কেউ ব্যানার লাগাচ্ছে, তারমানে রাজ্যে গণতন্ত্র আছে। তবে আমরা মানুষের জন্য কাজ করি। সবাই থাকবে দেওয়ালে,আমরা থাকব মানুষের খেয়ালে।'