নিজস্ব প্রতিবেদন: ফের একবার কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা শুরু হতে চলেছে। এবার উদ্যোক্তা স্থানীয় সাংসদ নিশীথ অধিকারী। সাংসদ জানিয়েছেন, ১ অগাস্ট থেকে বাগডোগরা ও গুয়াহাটিতে বিমানে যাতায়াত করতে পারবেন কোচবিহারবাসী। তবে পরিষেবা প্রদানকারী সংস্থার তরফে ভাড়ার যে তালিকা প্রকাশ করেছে তাতে ফের প্রমাদ গুণছেন স্থানীয়রা। বলছেন, এই ভাড়ায় ক'দিন পরিষেবা চালু থাকে সেটাই ব্যাপার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



নির্বাচনের আগে কোচবিহার থেকে ফের বিমান পরিষেবা শুরুর প্রতিশ্রুতি দেন বিজেপি প্রার্থী নিশীথ। সাংসদ হওয়ার মাসখানেকের মধ্যেই শনিবার বেলা ৪টের কিছু আগে আস্ত একটা বিমান নিয়ে কোচবিহারে হাজির হন তিনি। ফুল মালা দিয়ে দাদাকে স্বাগত জানান বিজেপি নেতাকর্মীরা। এর পর নিশীথ জানান, ১ অগাস্ট থেকে কোচবিহার - বাগডোগরা ও কোচবিহার - গুয়াহাটির মধ্যে চালু হবে পরিষেবা। যাত্রীদের সাড়া মিললে ২৪ ও ৪২ আসনের বিমান চালানো হবে। কোচবিহার - কলকাতা পরিষেবাও শুরু হবে। 


বিমানটির পরিচালনকারী সংস্থা আইআইসি টেকনোলজিসের তরফে জানানো হয়েছে, রবিবার বাদে সপ্তাহে ৬ দিন কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু থাকবে। বাগডোগরার ভাড়া হবে ২,৫০০ টাকা ও গুয়াহাটির ভাড়া হবে ৩,৫০০ টাকা। বাগডোগরা যেতে সময় লাগবে ৩০ মিনিট, গুয়াহাটি পৌঁছবে ১ ঘণ্টায়।  


বৃষ্টি শুরু হতেই দিঘায় জালে উঠল ১২ টন ইলিশ, মিলছে ৫০০ থেকে ৬০০ টাকায়


গোল বেঁধেছে এখানেই। এত ভাড়া দিয়ে কোচবিহার থেকে কে বাগডোগরা যাবেন তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ওদিকে গুয়াহাটির ভাড়া ধার্য হয়েছে ৩,৫০০ টাকা। যেখানে বাগডোগরা থেকে গুয়াহাটির ভাড়া মেরে কেটে ১,৭০০ টাকা সেখানে বাড়তি ভাড়া কেন গুনতে যাবেন কোচবিহারের বাসিন্দারা। নিশীথ প্রামাণিক জানিয়েছেন, এই পরিষেবাকে উড়ান প্রকল্পের আওতায় এনে ভাড়া কমানোর চেষ্টা হবে। 


বাম জমানা থেকে দফায় দফায় কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালুর চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। বাম সরকারের জমানায় কোচবিহার থেকে বিমান চালানোর চেষ্টা হলেও কয়েকদিনের বেশি পরিষেবা চালু থাকেনি। তৃণমূল জমানায় বেশ কয়েকদফায় এই উদ্যোগের একই পরিণতি ঘটে। ভর্তুকি দিয়েও কোচবিহার থেকে কলকাতা বিমান পরিষেবা চালুর চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাতেও ১১ দিনের বেশি নিয়মিত বিমান চলেনি।