নিজস্ব প্রতিবেদন:  উত্সবের মরশুমেই বন্যার ভ্রকুটি মালদার বিস্তীর্ণ এলাকায়। ফুলাহার নদীর বাঁধ ভেঙে বিপত্তি। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বৃহস্পতিবার ভোরে নতুন করে ফুলাহার নদীর জলের তোড়ে ভেঙে যায় রতুয়া ব্লকের দেবীপুর বাঁধ। এরফলে বিস্তীর্ণ এলাকা জলে ভেসে যায়। অন্যদিকে গঙ্গার জলে নতুন করে জলবন্দি মানিকচক ও ইংরেজবাজার ব্লকের বিস্তীর্ণ এলাকা। সমস্যায় প্রায় ছ’হাজার পরিবার। বিপদে রয়েছে রতুয়া, মানিকচক, কালিয়াচক ২ ও তিন নম্বর ব্লক।


মহালয়াতেও বৃষ্টি, পরে বাড়বে আরও, জানাল আবহাওয়া দফতর


মাস দেড়েক আগেই গঙ্গা ও ফুলাহার নদীর জলস্ফিতিতে মালদার বেশ কিছু গ্রাম জলের তলায় ছিল। পুজোর মুখে নতুন করে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। উল্লেখ্য, মহালয়াতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরে আরও বৃষ্টি বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতিতে কপালে চিন্তার ভাঁজ মালদাবাসীর।