জলবন্দি অবস্থায় বালুরঘাট, খাবার ও পানীয় জল পৌছে দিচ্ছে স্থানীয় ক্লাবগুলো
ওয়েব ডেস্ক: এখনও জলমগ্ন বালুরঘাট। জল কমার কোনও লক্ষণ নেই। তবে আত্রেয়ী নদীর জল নামতে শুরু করেছে। তা সামান্যই। মাত্র ৫ সেন্টিমিটার কমেছে জল। আশার কথা হল, আত্রেয়ীর জল কমলে জলবন্দি অবস্থা থেকে রেহাই পাবেন বালুরঘাটের মানুষ। বালুরঘাট শহরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বন্যা পরিস্থিতির সার্বিক কোনও উন্নতি হয়নি। তবে বৃষ্টি না হওয়ায় জল কমছে টাংগন ও পুনর্ভবা নদীর। নদীগুলিতে জল কমলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। গতকালের মতো আজ সকাল থেকেই ত্রাণ বিলি শুরু হয়েছে। খাবার ও পানীয় জল পৌছনোর কাজ করতে শুরু করেছে স্থানীয় ক্লাবগুলি। বন্যার আরও খবর- পাড় ভাঙছে গঙ্গার, বিপন্ন মালদহের বিস্তীর্ণ এলাকা