ওয়েব ডেস্ক : বানভাসি মালদায় পরিস্থিতি এখনও ভয়ঙ্কর। গঙ্গা, মহানন্দায় জল বাড়তে থাকায়, অবস্থা আরও জটিল আকার নিয়েছে। জেলায় আট লক্ষেরও বেশি মানুষ জলবন্দি। আরও ফুঁসছে মহানন্দা। একই অবস্থা গঙ্গার। ফুলহারের জল সামান্য কমলেও তাই, মালদা সেই জলের তলায়। বানভাসি মালদায় জীবনযুদ্ধ জারি। পেটে খিদে, কিন্তু খাবার মিলছে না। জলটুকু পর্যন্ত অমিল! ত্রাণ মিলছে ঠিকই। তবে অভিযোগ, তা পর্যাপ্ত নয়।  উদ্ধার অভিযানে নেমেছে NDRF।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বানভাসি বাংলায় চাহিদা বাড়ছে নৌকার


চাঁচোল, গাজোল, হরিশ্চন্দ্রপুর, কালিয়াচক থেকে মানিকচক, ইংরেজবাজার। মালদাজুড়ে ছবিটা এক। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে,  ৪৯টি গ্রাম পঞ্চায়েত এলাকা এবং ৪০৫টি গ্রাম প্লাবিত। পুর এলাকার মোট ২১টি ওয়ার্ড জলের তলায়। ৮টি ব্লকে  ৮ লক্ষেরও বেশি মানুষ জলবন্দি। জেলাজুড়ে প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন, দুর্গম এলাকায় আটকদের কাছে ত্রাণ পৌছে দেওয়া।