ওয়েব ডেস্ক : গন্ধেশ্বরী, দ্বারেকেশ্বরের জল নেবে গেলেও, বন্যার ভ্রুকুটি কাটছে না বাঁকুড়ায়। নতুন করে জল ছাড়া হচ্ছে মুকুটমণিপুর থেকে। যার জেরে সতর্কতা সারেঙ্গা, রানিবাঁধ, রায়পুর এলাকায়। তবে দামোদরের জলে এখনও ভাসছে মানার চর, নিত্যানন্দপুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার বিপদসীমা পেরিয়ে গেলে মুকুটমণিপুর বাধের জল। ফলে বৃহস্পতিবার সকালে বাধ থেকে জল ছাড়া শুরু হয়েছে। প্রথম দফায় ছাড়া হয়েছে ১৬ হাজার কিউসেক জল। মুকুটমণিপুর জল ছাড়ায় কংসাবতীর নিম্ন অববাহিকায় প্লাবনের আশঙ্কা দেখা গিয়েছে। রানিবাঁধ, রায়পুর সারেঙ্গায় পরিস্থিতি অবনতির আশঙ্কা।


অন্যদিকে, দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ায় জলমগ্ন বড়জোড়া ও সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকা। এখনও ভাসছে মানার চর । বড় মানা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বড়জোড়ার পল্লিশ্রীতেও বন্যাপরিস্থিতির কোনও উন্নতি হয়নি।  খাদ্য-পানীয়ের তীব্র  সঙ্কট এলাকায়। দামোদরের জলে এখনও ভাসছে সোনামুখীর নিত্যানন্দপুর। সেখানও বন্যাপরিস্থির কোনও বদল হয়নি।


আরও পড়ুন, তোলা আদায় করতে, লরিচালকের চোখে টর্চের জোরালো আলো ফেলার অভিযোগ পুলিসের বিরুদ্ধে