নিজস্ব প্রতিবেদন: আবার চা-বাগান দাপিয়ে বেড়াল হাতির দল। দাপিয়ে বেড়াল জাতীয় সড়কও। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার রাত থেকেই হাতির দল নাগরাকাটার গ্রাসমোড় চা-বাগানে ঘুরে বেড়াতে থাকে। তার জেরে নষ্ট হয় চা-বাগানের একটি অংশ। আজ, বৃহস্পতিবার সকালে হাতির দল চা-বাগান থেকে বেরিয়ে উঠে আসে জাতীয় সড়কে। রাস্তা পারাপার করে তারা। যার ফলে অল্প সময়ের জন্য গাড়ি চলাচলও বন্ধ থাকে ৩১ নম্বর জাতীয় সড়কে।



বৃহস্পতিবার সকালে শেষমেশ গ্রাসমোড় চা-বাগান সংল্গন জাতীয় সড়ক পার করে ডায়না জঙ্গলে ঢুকে যায় হাতির দল। জানা গিয়েছে, এই হাতির পালটি রাতে ডায়না জঙ্গল থেকে বেরিয়ে প্রথমে গাঠিয়া চা-বাগানের দিকে চলে যায়। খবর পেয়ে রাতভর হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন বনকর্মীরা। 


আজ সকালে জাতীয় সড়ক পার করিয়ে হাতির দলটিকে ফের ডায়না জঙ্গলেই ঢুকিয়ে দেন ডায়না রেঞ্জের বনকর্মীরা।


এর জেরে অবশ্য কোথাও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আপাতত জায়গাটি বিপন্মুক্ত। স্বস্তিতে এলাকাবাসী। 


আরও পড়ুন: রাজ্যের মতো আলাদা সমবায় মন্ত্রক গড়ুক কেন্দ্র, দাবি শুভেন্দুর