Haldia: টেন্ডার দুর্নীতি মামলা, গ্রেফতার হলদিয়ার প্রাক্তন কাউন্সিলার ও বিজেপি নেতা সত্যব্রত
টেন্ডার দুর্নীতি মামলায় পুলিসের নজরে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শ্যামল আদক। সেই অভিযোগে তদন্তে নেমে কয়েকজনকে জেরা করেই বেশ কয়েকজন কাউন্সিলার ও পুরকর্মীর নাম উঠে এসেছে। তাদেরও একের পর এক জেরা করা হয়েছে।
কিরণ মান্না: টেন্ডার দুর্নীতি মামলায় পুলিসের জালে হলদিয়ার এক বিজেপি নেতা। টেন্ডার দুর্নীতি মামলায় গ্রেফতার হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলার সত্যব্রত দাস। স্বপন দাস নামে ওই বিজেপি নেতাকে রাখা হয়েছে সুতাহাটা থানার সেলে। পুরসভার শ্য়ামল আদকের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগে টানা জিজ্ঞাসাবাদ করার পর গতকাল রাত ১১টা নাগাদ সত্যব্রত দাসকে গ্রেফতার করে পুলিস। উল্লেখ্য, হলদিয়া পুরসভার দুর্নীতি মামলায় অক্টোবর মাস জুড়েই হলদিয়ার এসডিপিও-র নেতৃত্বে চলছে তদন্ত।
আরও পড়ুন-ফের শহরে টাকার পাহাড়, রাতভর তল্লাশিতে দেড় কোটি উদ্ধার ED-র
টেন্ডার দুর্নীতি মামলায় পুলিসের নজরে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শ্যামল আদক। সেই অভিযোগে তদন্তে নেমে কয়েকজনকে জেরা করেই বেশ কয়েকজন কাউন্সিলার ও পুরকর্মীর নাম উঠে এসেছে। তাদেরও একের পর এক জেরা করা হয়েছে।
প্রসঙ্গত, তৃণমূলের টিকিটে জিতে হলদিয়া পৌরসভার কাউন্সিলার হন সত্যব্রত দাস। তৃণমূলের টিকিটে হলদিয়ার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছিলেন। পরে শ্যামল আদকের সঙ্গে গেরুয়া শিবিরে যোগ দেন। শ্যামল আদক পলাতক থাকলেও তার নামে হুলিয়া জারি করে আদালত। তবে সেই দুর্নীতির মামলায় এই প্রথম একজন কাউন্সিলারকে গ্রেফতার করা হল।