নিজস্ব প্রতিবেদন: সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন।  সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বিধায়ক নন, সরিফুদ্দিনই কি ছিল টার্গেট? জয়নগরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য


চিকিত্সকরা জানিয়েছেন, বুধবার রাতে আচমকাই সিপিএমের প্রাক্তন পলিটব্যুরোর সদস্য নিরুপম সেনের শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্যের উন্নতি হলেও, তিনি এখনও সঙ্কটজনক।  ২০১৩ সাল থেকে কিডনির  অসুখে ভুগছেন তিনি।  অসুস্থতার কারণেই তিনি রাজনীতি থেকে দীর্ঘদিন সরে গিয়েছে। আলিমুদ্দিনেও যাওয়া বন্ধ করে দিয়েছেন।


আরও পড়ুন: জয়নগরকাণ্ডের তদন্তভার CID-কে, CCTV ফুটেজ দেখে গ্রেফতার ৪ সন্দেহভাজন


নিরুপমবাবুর চিকিত্সার দায়িত্বভার রয়েছে  সিপিএমের রাজ্য কমিটি ও বর্ধমানজেলা কমিটির ওপর।  দীর্ঘদিন ধরেই সল্টলেকের বাড়িতে রেখে বেসরকরি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সক টিমের তত্ত্বাবধানে তাঁর চিকিত্সা চলছিল। তবে গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।