প্রসেনজিৎ মালাকার: দলের বয়স মাত্র ২ মাস। পঞ্চায়েত ভোটে প্রার্থী দিল প্রাক্তন তৃণমূল নেতার দল 'অল ইন্ডিয়া আর্য মহাসভা'। বীরভূমের নলহাটিতে ২৫টি আসনে মনোনয়ন জমা দিলেন তাঁরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঠিক কী? একসময়ে বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন বিভাসচন্দ্র অধিকারী। এরপর যখন বাড়ি ও আশ্রমে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা, তখন নতুন দল তৈরির কথা ঘোষণা করেন তিনি। গত এপ্রিলে নলহাটিরই কৃষ্ণপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে সেই দলের যাত্রা শুরু হয়। নাম, 'অল ইন্ডিয়া আর্য মহাসভা'।


এদিন নলহাটি ২ নম্বর ব্লক অফিসে গিয়ে পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেন 'অল ইন্ডিয়া আর্য মহাসভা'-র প্রার্থীরা। তাঁদের সঙ্গে ছিলেন স্বয়ং দলের সর্বভারতীয় সভাপতি বিভাসচন্দ্র অধিকারীও।  


আরও পড়ুন:  Panchayat Election 2023: 'জিতে গিয়েছেন'! হাওড়ায় মনোনয়ন পেশের পর 'বিজয়োল্লাস' তৃণমূল প্রার্থীদের


এদিকে স্রেফ বাড়ি ও আশ্রমে তল্লাশিই নয়, নিয়োগ দুর্নীতি মামলায় বিভাসকে কলকাতা নিজাম প্যালেসে হাজিরারও নির্দেশ দেওয়া হয়েছিল। ব্যক্তিগত কারণ দেখিয়ে অবশ্য এড়িয়ে গিয়েছিলেন তিনি। 


সিবিআই সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ ছিলেন বিভাস অধিকারী। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও সরাসরি যোগাযোগ ছিল তাঁর। নিয়োগ দুর্নীতির সময় কলেজ অ্যাসোসিয়েশনের দায়িত্ব পান বিভাস। অভিযোগ, কলেজে NOC-র নামে টাকা নেওয়া, কলেজে ছাত্র ভর্তিতেও কমিশন, প্রাথমিকে চাকরি বিক্রি-সহ বিভিন্ন বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)