Panchayat Election 2023: 'জিতে গিয়েছেন'! হাওড়ায় মনোনয়ন পেশের পর 'বিজয়োল্লাস' তৃণমূল প্রার্থীদের
হাতে আর মাত্র একদিন। আগামিকাল, বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটে মনোনয়ন পেশের শেষদিন। এদিন হাওড়ায় পঞ্চায়েত ও পঞ্চায়েতে সমিতিতে মনোনয়ন পেশ করল তৃণমূল।
দেবব্রত ঘোষ: ফল ঘোষণা তো দূরঅস্ত, ভোটই হল না এখনও! তাহলে? পঞ্চায়েতে মনোনয়ন পেশের পর 'বিজয়োল্লাসে' মেতে উঠলেন তৃণমূলকর্মীরা। চলল দেদার আবির খেলা! ঘটনাস্থল, হাওড়ার জগৎবল্লপুর।
হাতে আর মাত্র একদিন। আগামিকাল, বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটে মনোনয়ন পেশের শেষদিন। আজ, বুধবার পঞ্চমদিনেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি অব্যাহত। কেন? বিরোধীদের অভিযোগ, মনোনয়ন পেশে বাধা দিচ্ছেন তৃণমূলকর্মীরা।
এদিকে হাওড়ায় মনোনয়ন জমা দিল তৃণমূল। পাঁচলার জগৎবল্লভপুর ব্লকে অফিসে স্থানীয় ইসলামপুর পঞ্চায়েতের ৯ ও পঞ্চায়েত সমিতির ২ আসনে মনোনয়ন জমা দেন শাসকদলের প্রার্থীরা। এরপরই শুরু হয়ে যায় আবির খেলা! কেন? তৃণমূলপ্রার্থীদের দাবি, তাঁরা নাকি জিতে গিয়েছেন!
এর আগে, এই ইসলামপুর পঞ্চায়েতে মনোনয়ন জমা দেন বিরোধীরাও। স্থানীয় সিপিএম নেতা রবিউল খান বলেন, 'আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা নিশ্চিত, ভোটে জিতব'। তাঁর আরও বক্তব্য, 'ভোটের আগেই তৃণমূলকর্মীরা আবির খেলছে। এটা আসলে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। অন্য় গোষ্ঠী টিকিট না পাওয়ার আবির খেলছে'!