নিজস্ব প্রতিবেদন : শনিবার হুগলীর আরামবাগের খানাকুলে দুষ্কৃতীদের হামলায় আহত হন চার বিজেপি কর্মী। অভিযোগের আঙুল স্থানীয় শাসক দলের নেতৃত্বের দিকে। আহতদের আরামবাগ মহুকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সূত্রের খবর, শনিবার দলীয় মিটিং সেরে ফিরছিলেন ওই বিজেপি নেতা-কর্মীরা। তাঁদের প্রত্যেকেরই বাড়ি ময়ালগ্রামে। এমন সময়ে খানাকুলের কিশোরপুর ১ নং অঞ্চলে তাঁদের পথ আটকায় একদল দুষ্কৃতী। এর পরেই অতর্কিতে তাঁদের উপর হামলা করা হয়। বেধড়ক মারধর করা হয় চার বিজেপি নেতা-কর্মীকে।  তাঁদের মধ্যে থেকে এক বিজেপি কর্মী কোনওমতে পালিয়ে যেতে সক্ষম হন। স্থানীয় বিজেপি নেতা মণিশংকর জানা, সৌম্য জানা ও মনোজ সামন্ত দুষ্কৃতিদের মারধরের ফলে গুরুতর আহত হন। এরপরেই দুষ্কৃতিরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আক্রান্ত তিন বিজেপি নেতাকে আরামবাহ মহুকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তিন নেতার মধ্যে মণিশংকর জানার অবস্থা আশঙ্কাজনক। 


আরও পড়ুন : এনআরসি-র গুজব ছড়াচ্ছেন দিলীপ, আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা উচিত: সেলিম


মাঝরাস্তায় বিজেপি কর্মীদের মারধরের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। আরামবাগ মহুকুমা হাসপাতাল চত্বরে প্রচুর পুলিস মোতায়েন করা হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, পরিকল্পিতভাবে তৃণমূলআশ্রিত দুষ্কৃতিরা তাঁদের উপর হামলা চালিয়েছে। তবে, ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।