নিজস্ব প্রতিবেদন: দমকল দফতরের দায়িত্ব পেলেন বিধাননগরের বিধায়ক সুজিত বসু।  তিনিই যে এই দফতরের দায়িত্ব পেতে পারেন, তার গুঞ্জন শোনা যাচ্ছিল নবান্ন অন্দরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন ৪ মন্ত্রী কে কোন দফতর পেলেন দেখুন এক ঝলকে...


সুজিত বসু- দমকল দফতর


তাপস রায় -  পরিকল্পনা দফতরের পূর্ণমন্ত্রী ও পরিষদীয় প্রতিমন্ত্রী  


রত্না ঘোষ-  মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর 


নির্মল মাঝি- শ্রম দফতর 


আবাসন দফতরে দায়িত্ব পেলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই দফতর শোভন চট্টোপাধ্যায়ের হাতে ছিল। মলয় ঘটকের হাত থেকে শ্রম দফতর বেরিয়ে এবার নির্মল মাঝির হাতে এল। 


রাজভবনে শপথ নেন রাজ্যের চার  নতুন  মন্ত্রী। বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ শুরু হয়  শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ নেন মন্ত্রী সুজিত বসু,  নির্মল মাজি, তাপস রায় ও রত্না ঘোষ। তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল।


আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভায় রদবদল, আসছে ৪ নতুন মুখ


প্রসঙ্গত, শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগের পর মন্ত্রিসভায় রদবদল ছিল সময়ের অপেক্ষা। আগে থেকেই গুরুত্বপূর্ণ সব দফতরের ভার ছিল মমতার ২ আস্থাভাজন মন্ত্রীর ওপর। তার পর ববির ঘাড়ে উঠেছে কলকাতা পুরসভার মেয়রের ভার। সব মিলিয়ে কাজ সামাল দিতে নাজেহাল দশা হচ্ছিল ২ মন্ত্রীর। তাদের ভার কমাতেই রদবদল।


আরও পড়ুন: রাজনীতি করতে হলে তৈলমর্দন করতে হয়, সাংসদ সৌমিত্র খাঁর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক


বুধবার নতুন মন্ত্রীদের নাম নবান্ন থেকে রাজভবনে পৌঁছয়।