নিজস্ব প্রতিবেদন:  মালদায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। একই পরিবারে চারজনের মৃত্যু। মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: থেঁতলে গেল মাথা-পেট, মানিকতলায় বাসের রেষারেষির বলি ২ কিশোর


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট আত্মীয়ের বাড়ি থেকে গাড়ি করে ফিরছিল মালদার বিবিগ্রামের বাসিন্দা মুরলি প্রসাদ ও তাঁর পরিবার। গাড়িতে চালক ছাড়া আর ৪জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটির গতি স্বাভাবিক ছিল। বৈষ্ণবনগর থানার টোলপ্লাজার কাছে দ্রুত গতিতে আসা একটি দশ চাকার লরি গাড়িটিকে ধাক্কা মারে। গাড়ির সামনের অংশ থুবড়ে যায়। গাড়ি ভিতর থেকে বেরোতে পারেননি কেউই।


রাত হওয়ায় স্থানীয়দের উদ্ধার করতেও সময় লাগে। তার আগেই মৃত্যু হয় ৫ জনের। একই পরিবারের চার জনের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া মালদার বিবিগ্রামের মুরলি প্রসাদের বাড়িতে।