নিজস্ব প্রতিবেদন:  ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় ১ লক্ষ  ৬০ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল একটি নামি বহুজাতিক বিপণীর  বিরূদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার রাজগ্রামে।  বিষয়টি জানিয়ে মুরারই থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন প্রতারিত ওই ব্যবসায়ী ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোসারফ সেখ বীরভূমের রাজগ্রামের বাসিন্দা।  এসবিআইযের রাজগ্রাম শাখায় তাঁর সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। অভিযোগ, সেম্পেম্বরের ২৪ তারিখ থেকে অক্টোবরের ৩০ তারিখের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় বহুজাতিক অনলাইন বিপণী মোট ১ লক্ষ ৬০ হাটার টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে। ব্যাঙ্ক যোগাযোগ করেছিলেন ওই ব্যবসায়ী। ব্যাঙ্কের তরফ থেকে তাঁকে এই বিষয়টি জানানো হয়। পুলিসের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। তদন্ত শুরু হয়েছে।