নিজস্ব প্রতিবেদন: তিন সন্তানের মা, কোনও ভাবেই রূপশ্রী প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য নন। তবুও সেই গৃহবধূর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা। যা দেখে হতবাক গ্রাহক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কেটে বিক্রির তোড়জোড় চলছিল ২৫ কেজির ডলফিন, খবর পেয়ে ছুটে এলেন বনকর্মীরা


সুতি থানার সাদিকপুরের পর এবার মুর্শিদাবাদের সাগরদীঘি। রূপ্রশ্রী(Rupashree) প্রকল্পে টাকা আত্মসাত্ করার অভিযোগ উঠল। সাগরদীঘির মনিগ্রাম গ্রাম পঞ্চায়েতের কড়াইয়া গ্রামের বাসিন্দা রেখা কর্মকারের দাবি, তাকে ভুল বুঝিয়ে আঙুলের ছাপ নিয়ে রূপশ্রীর টাকা আত্মসাৎ করেছেন স্থানীয় দুই বাসিন্দা সাদ সেখ ও রবিউল সেখ।


অভিযোগ, গত ১৫ ই জুন গ্রামের দুই বাসিন্দা সরকারি স্কিমে পাঁচ হাজার টাকার প্রলোভন দিয়ে তাঁর আঙুলের ছাপ নিয়ে যায়। পরের দিন ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে গ্রাহক দেখেন তাঁর অ্যাকাউনটে ২৫ হাজার টাকা ঢুকেছে। সেখান থেকে ১০ হাজার টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্র্যান্সফারও হয়েছে । সঙ্গে সঙ্গেই প্রশাসনের দ্বারস্থ হন গ্রাহক ও তাঁর স্বামী।


আরও পড়ুন-সূচনার ১৫ দিনের মধ্যে ৬২ লক্ষ চাষিকে অনুদান,'কৃষক প্রকল্পে' মোদীকে টেক্কা মমতার
 
এনিয়ে অভিযোগ জানান হয়, সাগরদীঘি(Sagardhighi)  থানা, জঙ্গিপুর এসডিও, মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে। অভিযোগ প্রসঙ্গে ব্লক প্রশাসনের কর্তা জানান তদন্ত চলছে, উর্ধতন  কর্তৃপক্ষকে জানান হয়েছে। 


ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। রুপশ্রী প্রকল্পে টাকা আত্মস্যাৎ নিয়ে সাগরদীঘিতে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ পাল্টা অভিযোগে চরমে তরজা।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)