শুরু হচ্ছে সাগরদীঘি থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের কাজ

খুব শীঘ্রই সাগরদীঘি থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হতে চলেছে। এবছর জুন-জুলাই নাগাদ এই কাজ শুরু করার ব্যাপারে আশাবাদী সরকার। সাগরদীঘি বিদ্যুত্‍ কেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা জানিয়েছেন বিদ্যুত্‍মন্ত্রী মণীশ গুপ্ত।

Updated By: Jan 21, 2015, 08:34 AM IST

ওয়েব ডেস্ক: খুব শীঘ্রই সাগরদীঘি থার্মাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হতে চলেছে। এবছর জুন-জুলাই নাগাদ এই কাজ শুরু করার ব্যাপারে আশাবাদী সরকার। সাগরদীঘি বিদ্যুত্‍ কেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা জানিয়েছেন বিদ্যুত্‍মন্ত্রী মণীশ গুপ্ত।

তিনি বলেন, বিদ্যুত্‍ উত্‍পাদন বাড়ানোর দিকে জোর দিতে চায় সরকার। ইতিমধ্যে কয়লা সঙ্কট অনেকটা কাটিয়ে ওঠা গেলেও, অনেক জায়গায় এখনও এই সমস্যা রয়ে গেছে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর আশ্বাস, সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে। গতকাল সাগরদীঘি থার্মাল পাওয়ার প্ল্যান্টে এক অনুষ্ঠানে যোগ দিতে যান মণীশ গুপ্ত। পুরো প্ল্যান্টটি পরে ঘুরে দেখেন তিনি। তাঁর দলত্যাগের সম্ভাবনা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তা নিয়ে এদিন প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী। তবে বিষয়টি তিনি এড়িয়ে যান। 

.