নিজস্ব প্রতিবেদন: লোন করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। অভিযুক্তদের ধরে মারধর। উদ্ধার করতে এসে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ প্রতারিতদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়ার নন্দননগরের বটতলা এলাকায়। অভিযোগ, একটি সংস্থার  নাম করে কয়েকজন মহিলা বেশ কয়েকটি গ্রুপ করে প্রায় কয়েকশো মহিলাদের থেকে কয়েক হাজার করে টাকা তোলেন। লোন করিয়ে দেওয়ার নাম করে ওই টাকা তোলা হয়। কিন্তু কোন লোন করিয়ে দেওয়া হয়নি। রবিবার সন্ধ্যায় প্রতারক মহিলারা এলাকায় এলে, তাদের ঘিরে ধরে এলাকার মহিলারা। এরপরেই উত্তেজনা চরমে ওঠে।


আরও পড়ুন: সরকারি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, অভিযুক্তের বাড়িতে চড়াও উত্তেজিত জনতা


আরও পড়ুন: 'আত্মতুষ্টির কারণে পরাজয়', বিজেপির ফলাফল বিশ্লেষণে বিস্ফোরক Suvendu


টাকা দিয়ে লোন না পাওয়া, অভিযুক্তদের মারধর শুরু করেন প্রতারিতরা। পরিস্থিতি বেগতিক বুঝে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযুক্তদের উদ্ধার করে বেলঘড়িয়া থানার পুলিশের হাতে তুলে দেয়। ৫ অভিযুক্ত মহিলাকে আটক করে পুলিস। কিন্তু তাদের থানায় নিয়ে আসতে গেলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে।  পুলিসের গাড়ি আটক দেন স্থানীয় মহিলারা। পুলিসের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা।