নিজস্ব প্রতিবেদন : জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত ও যাঁরা ভিন রাজ্য থেকে ফিরছেন বা এরাজ্য থেকে অন্যত্র যাচ্ছেন, তাঁদের জন্য ১২ ঘণ্টা বাস চালানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাস চালাবে WBTC। প্রতিদিন বাস চালানো হবে। প্রতি এক ঘণ্টা অন্তর অন্তর বাস চলবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ নবান্নের তরফে এক নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। নির্দেশিকায় উল্লেখ, চিকিৎসক, পুলিস, স্বাস্থ্যকর্মী, সংবাদমাধ্যম কর্মী সহ বিভিন্ন ফ্রন্টলাইন পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত ও ভিন রাজ্য ফেরৎ পরিযায়ী শ্রমিক বা বাসিন্দাদের জন্য এই বাস চালানো হবে। বাসে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলার কথা বলা হয়েছে নির্দেশিকায়। একইসঙ্গে আরও বলা হয়েছে, যাঁরা ট্রেন ধরতে যাবেন, তাঁদেরকে সেই টিকিট দেখিয়ে বাসে উঠতে হবে। উল্টোপিঠে যাঁরা স্টেশন থেকে ফিরছেন, তাঁদেরকেও গন্তব্যে পৌঁছতে বাসে ওঠার জন্য ট্রেনের টিকিট দেখাতে হবে।


একনজরে দেখে নিন, কোন কোন রুটে বাস চলবে-



আরও  পড়ুন, যাঁদের ডিজিটাল রেশন কার্ড নেই, তাঁদের সুবিধার্থে বড় ঘোষণা রাজ্য সরকারের