Baruipur: আচমকাই বিকট শব্দে উড়ে গেল ফার্নেসের ছাদ; আহত ১৫ শ্রমিক, আশঙ্কাজনক ৪
আহতদের অধিকাংশকেই বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন: সোমবার বারুইপুরের এক কারখানার ফার্নেস বিস্ফোরণে আহত হলেন কমপক্ষে ১৫ শ্রমিক। দুপুরে কাজ হওয়ার সময়ে বিকট শব্দে উড়ে যায় ফার্নেসের ছাদ। আশঙ্কাজনক অবস্থায় ৪ শ্রমিককে কলকাতায় পাঠানো হয়েছে।
আরও পড়ুন-BJP-র হেস্টিংসের দফতরে Rajib-নামফলকের যাওয়া-আসা, বিতর্ক
স্থানীয় সূত্রে খবর, BESCO নামে ওই কারখানায় রেলের যন্ত্রাংশ তৈরি হয়। কারখানার শ্রমিকদের দাবি, দুপুরে কাজ চলাকালীন ওই ফার্নেসে সম্ভবত জল ঢুকে যায়। তারপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে যায়। ফার্নেস থেকে তরল ধাতু ছিটকে এসে লাগে শ্রমিকদের গায়ে। অধিকাংশই পুড়ে গিয়েছেন গরম জল ও তরলে।
আরও পড়ুন-Post-Poll Violence: 'NHRC প্যানেলের কে কে নিরপেক্ষতা নয়? সেই তালিকা দিন' বলল সুপ্রিম কোর্ট
আহতদের অধিকাংশকেই বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে বারুইপুর থানার পুলিস। কীভাবে দুর্ঘটনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)