Purulia: সরকারি হাসপাতালে গলব্লাডার অপারেশন! আল্ট্রাসনোগ্রাফিতে ধরা পড়ল ১৭ টি পাথর...
Purulia: ২৫ সেন্টিমিটার লম্বা গলব্লাডারে ল্যাপরোস্কোপির মাধ্যমে সফল অপারেশন হলো পুরুলিয়ায় । রোগীর পরিবার পরিজনেরা বলেন, পুরুলিয়ার মত জেলায় সম্পূর্ণ বিনা খরচে সরকারি হাসপাতালে সফল অপারেশন হয়েছে ।
মনোরঞ্জন মিশ্র: ২৫ সেন্টিমিটার লম্বা গলব্লাডারে ছিল ১৭ টি পাথর। জীবনযুদ্ধে লড়াই করছিলেন পুরুলিয়া শহরের এক দুঃস্থ মহিলা আরতি কুমার বাউরি । প্রায় ২৫ বছর বয়সী ওই মহিলা পেটের ব্যথা নিয়ে ব্যয়বহুল চিকিৎসা আর জীবনের ঝুঁকি নিয়ে এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটেছেন চিকিৎসার জন্য। পরে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই মহিলা চিকিৎসার জন্য পৌঁছালে আল্ট্রাসনোগ্রাফি করলে অবাক হন চিকিৎসকেরাও। দেখা যায় ২৫ সেন্টিমিটার লম্বা গলব্লাডারে রয়েছে ১৭ টি পাথর। সঙ্গে সঙ্গে অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। আড়াই ঘণ্টার বেশি সময়ের মধ্যে স্বল্প ক্ষতে পাঁচ চিকিৎসকের টিম সেই জটিলতর এই অপারেশন করেন। ঝুঁকিপূর্ণ এই জটিলতর অপারেশনে সাফল্য পান চিকিৎসকেরা।
আরও পড়ুন: Malda: ঋণের বোঝা, তার উপর ঘর ভাড়া! মাথায় হাত মাছ ব্যবসায়ীদের...
২৫ সেন্টিমিটার লম্বা গলব্লাডারে ল্যাপরোস্কোপির মাধ্যমে সফল অপারেশন হলো পুরুলিয়ায় । রোগীর পরিবার পরিজনেরা বলেন, পুরুলিয়ার মত জেলায় সম্পূর্ণ বিনা খরচে সরকারি হাসপাতালে সফল অপারেশন হয়েছে । চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন তারা। পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের শল্য চিকিৎসক ডাঃ পবন মণ্ডল বলেন, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপারেশন ছিল । এরকম এরকম জটিল সমস্যা সাধারণত দেখা যায় না। তবুও পাঁচজন চিকিৎসক মিলে সমস্ত সাবধানতা অবলম্বন করে আড়াই ঘণ্টা সময়ের মধ্যে অপারেশন করে সফলতা এসেছে ।
এটা পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সাফল্য । একটা সময় জটিল অপারেশন হওয়ার থাকলেও রোগীকে ছুটতে হতো বাঁকুড়া, দুর্গাপুর, কলকাতা কিংবা ঝাড়খণ্ড, দক্ষিণ ভারতে । এবার একর পর এক জটিল থেকে জটিলতর অপারেশনের সাফল্য পেল পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল। সাধারণ মানুষকে এবার ভরসা যোগাচ্ছে এই হাসপাতাল ।