ঐতিহ্যের মেলবন্ধন আর নিরাপত্তার বেষ্টনিতে আজ থেকে শুরু সাগরমেলা
মেলায় আগতদের থাকার জন্য হোগলা পাতা আর বাঁশ দিয়ে অস্থায়ী ঘর তৈরি করছে প্রশাসন।
নিজস্ব প্রতিবেদন: ৭ জানুয়ারি, সোমবার থেকে শুরু হল গঙ্গাসাগর মেলা। মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থীদের ঢল আসতে শুরু করেছে সাগরে। গত বছর ২২ লক্ষ মানুষ গিয়েছিলেন সাগরমেলায়। এবার ২৬ লক্ষ মানুষ আসবে বলে মনে করছে প্রশাসন। মেলা ঘিরে গঙ্গাসাগর চত্বর মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।
কচুবেড়িয়া থেকে সাগর পর্যন্ত ৬০০০ সিসিটিভি বসানো হয়েছে।
সাগর সৈকতে ১২ টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।
বিপর্যয় মোকাবিলা দফতরের ১০ টা বিশেষ আলো জ্বালানো হবে। এই আলো পেট্রোল এর সাহায্যে জ্বলবে। অন্ধকারে উদ্ধার কাজে ব্যবহার হয়।
মেলায় আগতদের থাকার জন্য হোগলা পাতা আর বাঁশ দিয়ে অস্থায়ী ঘর তৈরি করছে প্রশাসন।
আরও পড়ুন: ফেসবুকে স্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য, থানায় ডেকে যুবককে বেধড়ক মার জেলাশাসকের
যাঁরা আসবেন তাঁদের জন্য ২ লক্ষ টাকা বিমা করে দিয়েছে রাজ্য সরকার।
সৈকতে ১০টি জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে। তাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরা হচ্ছে। জনসংযোগ বাড়াতেই এই উদ্যোগ। সাগরমেলায় অশান্তি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।