নিজস্ব প্রতিবেদন: ইয়াসের দাপটে গঙ্গায় জলস্ফীতি। গঙ্গায় জল বাড়ার ফলে তীরবর্তী বেলুড় মঠেও জল ঢুকছে। মঠের বেশ কিছুটা অংশ জলমগ্ন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, জল বাড়তে থাকায় তৈরি হয়েছে আতঙ্ক। ইতিমধ্যে জল বের করার ব্যবস্থা শুরু করেছে মঠ কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের পাশাপাশি আজ ভরা কোটাল হওয়ায় এই জলস্ফীতি বলে জানা গিয়েছে। ইয়াসের দাপটে গঙ্গাতেও চলছে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যে উত্তরপাড়ার পাঁচ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জল ঢুকে প্লাবিত হয়েছে। প্রায় একশো পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সমস্তটা তদারকি করেছে উত্তরপাড়া পুরো প্রশাসন। ঘটনাস্থলে যান উত্তরপাড়ার পুর প্রশাসক দিলীপ যাদব। 



আরও পড়ুন: Yaas Update: খেজুরিতে ভাঙল একের পর এক বাঁধ, জল ঢুকল গ্রামে


কেবল বেলুড় নয়, প্রবল জলোচ্ছ্বাসে ভেসেছে কপিলমুনির আশ্রম। মন্দিরের প্রায় অর্ধেক অংশ জলের তলায় চলে গিয়েছে। জল ঢুকেছে মন্দিরের ভিতরেও। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস থাকায় ভেসেছে আশপাশের বিস্তীর্ণ এলাকা। সমুদ্রের নোনাজল ঢুকে যাওয়ায় ক্ষতিগ্রস্ত চাষ জমি। ভেসে গিয়েছে বহু মানুষের বসত বাড়ি। 


আরও পড়ুন: প্রেমে বাধা! বাজার এলাকায় প্রকাশ্যে গুলি করে খুন যুবককে