চম্পক দত্ত: সাংসদ দেবকে না জানিয়েই হয়ে গেল ঘাটাল শিশু মেলা ও উৎসবের মিটিং। সেই মিটিংয়ে গঠন হল কমিটি। সভাপতির পদ থেকে বাদ দেওয়া হল ঘাটালের মহকুমা শাসককে, এমনকী নাম নেই সাংসদ দেবের। সাংসদ বা তার প্রতিনিধিকে বাদ দিয়ে শিশু মেলার প্রস্তুতি মিটিং ঘিরে কি ফের ঘাটালে শংকর বনাম দেব কোন্দল? উঠছে প্রশ্ন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Abhishek Banerjee: 'লক্ষ্য স্থির, এগোচ্ছে বীর', অভিষেকের উদ্দেশে স্লোগান তৃণমূল যুব নেতার!


ঘাটাল উৎসব ও শিশু মেলা যা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে অন্যতম একটি বড় মেলা। আর এই মেলাকে ঘিরে শাসকদলের হস্তক্ষেপ ও মেলাকে রাজনীতিকরণ-সহ মেলাকে কেন্দ্র করে শাসকদলের কোন্দলও শিরোনামে আসে। এ বছরের মেলার আগে প্রস্তুতি বৈঠক হয় ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে। সূত্র মারফত জানা গিয়েছে, ২৮ নভেম্বর ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব)-এর উপস্থিতিতে এই প্রস্তুতি সভা হওয়ার কথা ছিল।


কিন্তু তার আগেই তড়িঘড়ি ঘাটালে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও বর্তমানে জেলা পরিষদের সদস্য শংকর দোলইয়ের ডাকে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে এই মিটিংটি অনুষ্ঠিত হয়। গড়ে ফেলা হয় নতুন কমিটি। উল্লেখ্য,এই মিটিংয়ে সাংসদ অনুগামী এবং সাংসদ প্রতিনিধিকেও ডাকা হয়নি। অথচ বিগত দিনেও এই মেলা কমিটিতে ছিলেন সাংসদ দীপক অধিকারী।


এবছর তাকেও কমিটিতে রাখা হয়নি। যদিও এই বিষয়ে মেলা কমিটির নবনির্বাচিত সম্পাদক শংকর দলুই জানান, দেবের সঙ্গে কথা বলার পরেই এই মিটিং আয়োজন করা হয়েছে। এই মেলায় পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন তিনি। দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, এই মিটিং সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি।



আরও পড়ুন, Woman molested: রায়গঞ্জে সিভিক-কাণ্ড! গৃহবধূকে বেঁধে, মেরে...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)