Abhishek Banerjee: 'লক্ষ্য স্থির, এগোচ্ছে বীর', অভিষেকের উদ্দেশে স্লোগান তৃণমূল যুব নেতার!
Abhishek Banerjee: 'লক্ষ্য স্থির আছেই তো। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, আমাদের সেনাপতি যে লড়াই করছেন, বাংলার মানুষের জন্য সে লড়াই। লক্ষ্য স্থির আছে, সেটাই লিখেছি'।
দেবব্রত ঘোষ: 'লক্ষ্য স্থির, এগোচ্ছে বীর'। সোশ্যাল মিডিয়ায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে স্লোগান পোস্ট করলেন যুব তৃণমূল নেতা। শোরগোল রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: Mandarmani: মন্দারমণিতে ভাঙা হল না 'বেআইনি' হোটেল! ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী, পিছু হটল প্রশাসন...
ঘটনাটি ঠিক কী? তৃণমূলে পারফরম্যান্স-বিতর্ক। তখন লোকসভা ভোট চলছে। গত বছরে রাজ্য়ের একাধিক জেলায় গিয়ে সাংগঠনিক বৈঠক করেছিলেন অভিষেক। তাঁর স্পষ্ট বার্তা ছিল, পারফরম্যান্সই শেষ কথা। দলের নেতা-কর্মীর ভালো কাজ করলে যেমন প্রশংসা করা হবে, তেমন খারাপ কাজে ব্যবস্থা নেওয়া হবে। বস্তুত একুশের জুলাইয়ে মঞ্চে একই বার্তা দেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কলকাতা বাদে লোকসভা ভোটে পিছিয়ে থাকা পুরসভায় বদবদলের প্রস্তাব পাঠিয়েছেন।বাদ যাননি জেলা সভাপতিরাও। এই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিলেন হাওড়া সদর তৃণমূল যুব সভাপতি কৈলাস মিশ্র। পোস্টে তিনি লিখেছেন, কর্মক্ষমতা দিয়েই প্রমাণ হোক আমরা তোমাদেরই লোক। লক্ষ্য স্থির, এগোচ্ছে বীর'- অভিষেক বন্দ্যোপাধ্যায়'।
আরও পড়ুন: Woman molested: রায়গঞ্জে সিভিক-কাণ্ড! গৃহবধূকে বেঁধে, মেরে...
কেন এমন পোস্ট? কৈলাস বলেন, 'লক্ষ্য স্থির আছেই তো। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, আমাদের সেনাপতি যে লড়াই করছেন, বাংলার মানুষের জন্য সে লড়াই। লক্ষ্য স্থির আছে, সেটাই লিখেছি। আর একটি জিনিস লিখেছি পারফরম্যান্স নিয়ে। পারফরম্যান্স দিতে হবে। এটা তো সব জিনিসেই হয়। পারফরম্যান্স ছাড়া তো কিছু হয় না। পারফরম্যান্স সেই দিত পারবে, যার নিষ্ঠা থাকবে। নিষ্ঠা ছাড়া তো পারফরম্যান্স দিতেই পারব না আমরা। সেটাই লিখেছি সোশ্যাল মিডিয়ায়'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)