ওয়েব ডেস্ক: ঘুমিয়ে রয়েছে ঘুম। শান্তি নয়। শঙ্কার ঘুম। আতঙ্কের ঘুম। দোকানবাজার বন্ধ। রাস্তাঘাট ফাঁকা। অলিগলিও শুনসান। মুখ খুলতেও ভয় পাচ্ছেন মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাহাড়ের রানির শুরু এখান থেকেই। দৃশ্যপট এমনই যে ভাল না বেসে উপায় নেই। কিন্তু, প্রাণোচ্ছল, প্রাণবন্ত ঘুমের আজ এ কী অবস্থা ! গোর্খাল্যান্ডের দাবিতে আটের দশকে টানা ৪২ দিন পাহাড় অচল রেখেছিলেন সুবাস ঘিসিং। তখনও প্রভাব পড়েছিল ঘুমে। কিন্তু, পরিস্থিতি এমন হয়নি। যা হল শনিবার। জানমালের নিরাপত্তায় টহল দিচ্ছেন উর্দিধারীরা। ঘুম ঘুমিয়ে পড়েছে।


২ হাজার কোটির পথে আমির খানের ‘দঙ্গল’