নিজস্ব প্রতিবেদন: পূর্ব মেদিনীপুরে আয়োজিত হল ঘুঁটে উত্সব। গত রবিবার পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় আয়োজন হয় এই উত্সবের। তাতে রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীদের গোবর দিয়ে তৈরি নানা শিল্পকর্ম স্থান পেয়েছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলার জনজীবনে গোবরের গুরুত্ব ক্রমশ কমছে। তবে প্রাকৃতিক পচনশীল এই বস্তুর ওপর গ্রামবাংলার নির্ভরশীলতা স্বীকার না করলেই নয়। তা সে জ্বালনি হিসাবে ঘুঁটে হোক বা পরিবেশ ধুলোহীন করতে গোবর ছড়া। কিংবা চাষে গোবরসার, গোবরের ব্যবহার সর্বত্র। সেই কথা মাথায় রেখেই পূর্ব মেদিনীপুরের সুতাহাটার বরিষ্ঠ নাগরিক মঞ্চের পরিচালনায় অনুষ্ঠিত হল ঘুঁটে উত্সব। সুতাহাটা সুবর্ণ জয়ন্তী ভবনে আয়োজিত এই উত্সবের মূল লক্ষ্য ছিল, নবীন প্রজন্মের কাছে গোবর ও ঘুঁটের অবদান তুলে ধরা। 



কমল পেট্রোল - ডিজেলের দর, দেখে নিন বুধবার কলকাতায় জ্বালানির দাম


উত্সবে স্থান পেয়েছিল, নানা আকৃতির ঘুঁটে ও ঘুঁটের মালা। ছিল গোবর দিয়ে তৈরি পুতুল ও লোকাচারের নানা সামগ্রী। উত্সবের অঙ্গ হিসাবে ছিল ঘুঁটে ও গোবরের ওপর মনোজ্ঞ আলোচনা। সংবর্ধনা প্রদান করা হয় কৃতী ঘুঁটে শিল্পীদের। বাংলার একান্ত নিজস্ব লোকশিল্প তুলে ধরার জন্য গবেষকদের প্রশংসা কুড়িয়েছেন আয়োজকরা।