নিজস্ব প্রতিবেদন : চার্জ দেওয়া অবস্থায় মোবাইলে কথা। ব্যস তাতেই ঘটল বিপত্তি। শর্ট সার্কিটের জেরে ফাটল মোবাইল। আর তাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক যুবতীর। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে, মোবাইলে চার্জ দিয়ে হেডফোনে কথা বলছিলেন বেনাচিতির দেশবন্ধু নগরের বাসিন্দা রিয়া বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই শর্ট সার্কিট হয়ে যায় ফোনটি। যার জেরে ফোনটি ফেটে আগুন লেগে যায়। আগুনে শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায় ২২ বছরের ওই যুবতীর। পুড়ে গিয়েছে ঘরের আসবাবপত্রও। দুর্ঘটনার সময়  ওই যুবতী বাড়িতে একাই ছিলেন। মা পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। তিনি কাজে গিয়েছিলেন। একমাত্র বোনও ছিল স্কুলে।


আরও পড়ুন, বহুল ব্যবহৃত ৬০০০ টাকার ডিটারজেন্টের সঙ্গে স্কুটার ফ্রি! বিশ্বাস করে ঠকলেন গৃহবধূ


যুবতীর চিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন। অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পরে সেখানেই মৃত্যু হয় ওই যুবতীর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। আসে পুলিসও। প্রতিবেশীরা জানিয়েছেন, সম্প্রতি বিয়ে ঠিক হয়েছিল রিয়ার। এই ঘটনায় ভেঙে পড়েছেন বাড়ির লোক। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।