নিজস্ব প্রতিবেদন : বলির পাঁঠা কিনতে গিয়ে ক্রেতাই বলির পাঁঠা। প্রতারণা কোন পর্যায় গিয়েছে না দেখলে হয়তো বিশ্বাস করতে চাইবেন না। পাঁঠা সম্পূর্ণ কালো রঙের না হলে পুজোয় উত্সর্গ করার জন্য গ্রাহ্য হবে না। কিন্তু সম্পূর্ণ কালো পাঁঠার আবার দর বেশি। তাই অন্য উপায় ভাবতে হত। একটি পাঁঠার মাথার সামনের দিকে কিছুটা অংশে সাদা লোম ছিল। সেই অংশের লোম কালো করতে পাঁঠাকে নিয়ে যাওয়া হল সেলুনে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  আমাকে দেখতে নুসরতের মতো সুন্দর নয়, আক্ষেপ মমতার



রাজগঞ্জের শিকারপুরের ঘটনা। হাটে নিয়ে যাবার পথে পাঁঠার মাথার দিকে থাকা সাদা লোম কলপ লাগিয়ে নেওয়া হল। তার পর দিব্যি নিখুঁত কালো পাঠা বলে চালিয়ে দিতে নিয়ে যাওয়া হল সেটিকে। কিন্তু সেলুনে থাকা এক ব্যক্তির মোবাইলে পুরো ঘটনাটা রেকর্ড হয়ে রইল। সেই ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল। সেলুনে উপস্থিত লোকজনও এমন কাণ্ড দেখে অবাক। চলল হাসাহাসিও। প্রতারণা চলল দিনের আলোয়। প্রকাশ্যে। রঙ করা সবজি বাজারে আকছার পাওয়া যায় তাই বলে রঙ করা পাঠা!