মনোরঞ্জন মিশ্র: শীতের দাপটে এবার ছাগলের গায়ে উঠল ইউনিফর্ম, তাও আবার সরকারি স্কুলের! কীভাবে? ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিতর্ক তুঙ্গে পুরুলিয়ায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Baduria: রান্নাঘরে মাটি চাপা নরকঙ্কাল, জানতেন-ই না বাড়ির কেউ! তীব্র চাঞ্চল্য বাদুড়িয়ায়...


রাজ্যজুড়ে শীতের দাপট অব্যাহত। সঙ্গে আবার বৃষ্টির পূর্বাভাস! এরইমধ্যে এমন এক দৃশ্য দেখা গেল, যা দেখলে চোখ কার্যত কপালে ইঠবে। এ রাজ্যে সমস্ত সরকারি স্কুলে পড়ুয়াদের পোশাক বা ইউনিফর্ম দেয় রাজ্য় সরকারই। কিন্তু সেই ইউনিফর্ম পরে ঘুরে বেড়াচ্ছে ছাগল! দিব্যি ঘাস খাচ্ছে মাঠে!


ঘটনাটি ঠিক কী? পুরুলিয়ার বাঘমুন্ডির চানোর বাসিন্দা দিলীপ প্রামাণিক। তাঁর অভিযোগ, প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখেন গ্রামেরই এক ব্যক্তি কয়েক ছাগলকে নিয়ে মাঠে গিয়েছে এবং সবকটি ছাগলে গায়েই স্থানীয় সরকারি নিম্ন বুনিয়াদি স্কুলের ইউনিফর্ম! ইউনিফর্ম পরা সেই ছাগলদের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 


এদিকে অভিযোগ উঠতেই স্কুলে জরুরি মিটিং ডাকেন প্রধানশিক্ষক। তাঁর দাবি, ছাগল মালিকে পরিবারে কেউ ওই স্কুলে পড়েনি। ফলে স্কুলের ইউনিফর্মও দেওয়া হয়নি। তাহলে? ছাগল মালিকের বক্তব্য, প্রধানশিক্ষকের কাছ থেকে কোনও ইউনিফর্ম পাননি। বাড়িতে পুরনো ইউনিফর্ম ছিল। শীতের হাত থেকে বাঁচাতে ছাগলদের পরিয়ে দিয়েছেন।


আরও পড়ুন:  West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত! কুয়াশায় মোড়া থাকবে গোটা রাজ্য? 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)