কাপড়ে মুড়ে দোকানেই গয়না লুকিয়ে, `নকল` চুরির গপ্পো ফাঁদলেন স্বর্ণ ব্যবসায়ী
ওয়েব ডেস্ক : সাতসকালে থানায় হাজির স্বর্ণকার। দোকান ভেঙে চুরি হয়ে গিয়েছে লাখ লাখ টাকার অলঙ্কার! এমন অভিযোগ পেয়েই সোনার দোকানে ছুটল পুলিস। বিস্তর তল্লাশির পর যা বেরল, পুলিস কর্মীরা তাতে তাজ্জব।
সকাল হতেই এমন অভিযোগ নিয়ে ওন্দা থানায় হাজির স্বর্ণ ব্যবসায়ী পরেশ দত্ত। কিছুক্ষণের মধ্যেই দোকানে পৌছে যায় পুলিস। তল্লাশি চালাতে গিয়ে পুলিস দেখে, কাপড়ে মুড়ে দোকানের খাঁজে খাঁজে লুকিয়ে রাখা হয়েছে গয়না। তল্লাশি যত বাড়ে, গয়নাও তত বেরিয়ে আসতে থাকে! বাইরে তখন উত্সাহীদের থিকথিকে ভিড়।
পুলিসকর্তা যখন বসে বসে হিসেব মেলাচ্ছেন, দোকান মালিকের তখন মুখ কাঁচুমাচু। গেঞ্জি গায়ে ভাদ্রের ভ্যাপসা গরমে আরও ঘামছেন তিনি। তল্লাশি শেষে পুলিস জানিয়ে দেয়, চুরির অভিযোগ মিথ্যে। পুরোটাই ধাপ্পা। নিজের জালে নিজেই জড়িয়ে গেলেন পরেশ দত্ত। কথায় বলে চোরের চৌষট্টি বুদ্ধি। তারও ওপরে খেলতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন তিনি।
অভিযোগ, বন্ধকীদের হাত থেকে বাঁচতে চুরির গপ্পো ফেঁদেছিলেন পরেশ দত্ত। বিশ্বাসযোগ্য করতে নিজেই তালা ভেঙেছিলেন। শেষ রক্ষা হল না। লজ্জায় নাক কাটা গিয়েছে। কিন্তু ভেঙেও মচকাচ্ছেন না পরেশ দত্ত। কেউ জিজ্ঞেস করলে এখনও বলছেন, চুরি তো হয়েইছে!
আরও পড়ুন, বন্ধ দোকানের আলমারিতে বাতিল নোটে ৪.৫২ কোটির 'গুপ্তধন'!