নিজস্ব প্রতিবেদন: বিশেষ কায়দায় তৈরি অন্তর্বাস। আর তাতে করেই সোনা পাচার। সোমবার শিলিগুড়ি জংশন এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করে ২৪ কেজি সোনা বাজেয়াপ্ত করার পর তদন্তকারীদের হাতে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। বাজারে এই সোনার আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




জানা যাচ্ছে, ধৃতরা মণিপুরের ইম্ফল থেকে বাসে চড়েছিল। শিলিগুড়িতে তাদের নামার কথা ছিল। সেই সোনা কোথায় পাচার করা হচ্ছিল, তা জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে। 


''কলেজের গেট বন্ধ ছিল, তৃণমূলের গুণ্ডারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে'', ছবি দেখিয়ে বললেন অমিত শাহ
অভিনব কায়দায় অন্তর্বাসের মধ্যে সোনা পাচার করা হচ্ছিল। গোয়েন্দাদের কাছে আগাম খবর ছিল। সেই অনুযায়ী জাল পাতেন তাঁরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মণিপুরের মোরে হয়ে ধৃতরা এই দেশে ঢুকেছে। ভারতের সোনাপাচার চক্রের পাণ্ডারা চিনে বসে অপারেশন চালাচ্ছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।