''কলেজের গেট বন্ধ ছিল, তৃণমূলের গুণ্ডারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে'', ছবি দেখিয়ে বললেন অমিত শাহ

  ''কলেজের গেট বন্ধ ও অক্ষত ছিল। বিজেপির কর্মী সমর্থকরা বাইরে ছিল। তবে কারা কলেজের ভিতরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙল? তৃণমূলের গুণ্ডারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে।'' 

Updated By: May 15, 2019, 11:46 AM IST
 ''কলেজের গেট বন্ধ ছিল, তৃণমূলের গুণ্ডারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে'', ছবি দেখিয়ে বললেন অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন:  ''কলেজের গেট বন্ধ ও অক্ষত ছিল। বিজেপির কর্মী সমর্থকরা বাইরে ছিল। তবে কারা কলেজের ভিতরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙল? তৃণমূলের গুণ্ডারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে।'' ছবি দেখিয়ে, তথ্য দিয়ে প্রেস মিট করে তৃণমূলের দিকেই তির ছুড়লেন বিজেপি সহ সভাপতি অমিত শাহ। 

 

এদিন বৈঠকের শুরুতেই মঙ্গলবার রাতে বিদ্যাসাগর কলেজের সামনে ঘটনার কয়েকটা ছবি দেখান অমিত শাহ। তারপর তিনি বলেন, ''ঘটনার সময় কলেজের গেট বন্ধ ছিল। আপনারা ছবিতে দেখতেও পাচ্ছেন গেট বন্ধ ও অক্ষত ছিল। বিজেপির কর্মী সমর্থকরা বাইরে ছিলেন। আমরা সবাই বাইরে ছিলাম। মাঝে পুলিস ছিল। তাহলে কলেজের ভিতরে কারা মূর্তি ভাঙল?'' তিনি অভিযোগ করেন, ''তৃণমূল ভয় পেয়েছে। তৃণমূলের গুণ্ডারাই সমবেদনা আদায়ে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে মিথ্যা নাটক করছে। ছ'দফার নির্বাচনে ওরা নিজেদের হার বুঝে গিয়েছে। ভোটব্যাঙ্কের জন্যই এসব করছে তৃণমূল।''

বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় আজ রাজ্যজুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল
অমিত শাহ বলেন, রোড শো নিয়ে সকাল থেকেই জটিলতা ছিল। বিভিন্ন সময়ে তাঁদের বাধা এসেছে। তিন দফায় হামলা হয়েছে। পোস্টার ফ্ল্যাক্স ছিঁড়ে ফেলা হয়েছে। কেরোসিন, পেট্রোল ভর্তি বোতল ছোড়া হয়েছে। 
তিনি বলেন, ''২ দিন আগেই বদলার হুমকি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন কেন আগে থেকে কোনও ব্যবস্থা নেয়নি?''
তিনি প্রশ্ন তোলেন, ''আমরা তো বাইরে ছিলাম। কলেজের চাবি কাদের কাছে থাকে? তাহলেই প্রমাণিত হয়ে যাচ্ছে তৃণমূলই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে।''
ঘটনার যথাযথ তদন্তের দাবি জানান তিনি। এদিন অমিত শাহ আবারও বলেন, ''আমার বিরুদ্ধে এফআইআর করুন দিদি। আমি ভয় পাই না। এফআইআর-এ বিজেপিকে রোখা যাবে না। বাংলায় ২৩টির বেশি আসন পাবে বিজেপি। ''

 

.