ওয়েব ডেস্ক : এবার গোর্খাল্যান্ড অন্দোলনকারীদের খুকরি মিছিল ঘিরে অগ্নিগর্ভ তরাইয়ের সুকনা। পরিস্থিতি সামাল দিতে রাবার বুলেট ছুঁড়ল পুলিস। ফাটানো হল টিয়ার গ্যাসের সেল। আহত এক আন্দোলনকারীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ সকাল ১১টায় প্রায় শ' দুয়েক মোর্চা সমর্থক খুকরি মিছিল শুরু করে। পুলিস মিছিল আটকালেই শুধু হয়ে যায় ধুন্ধুমার। পরিস্থিতি সামল দিতে লাঠি চালায় পুলিস। এরপরেই পুলিসের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। শেষে টিয়ার গ্যাস, রাবার বুলেট ছোড়ে পুলিস। দুই মোর্চা সমর্থককে গ্রেফতার করা হয়।


প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে মোর্চা। তবে পুলিস পিছিয়ে এলেও, সরছেন না আন্দোলনকারীরা। অভিযোগ, নেতাদের কথা না মেনেই রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।


আরও পড়ুন, আগুন আতঙ্ক ন্যাশনাল মেডিক্যালে, বন্ধ সব ফায়ার এক্সিট