ওয়েব ডেস্ক : বাসে বসেই দেখতে পাবেন বাঘের আমুদে স্নান। চোখে পড়বে হরিণের হুটোপুটি। পেখম মেলা ময়ুর। শিলিগুড়ির কাছেই শালুগাড়া। সেখানেই আপনার জন্যেই অপেক্ষা করেছে রোমাঞ্চকর বেঙ্গল সাফারি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গরমে ঘুরতে যাওয়ার ভালো জায়গা শালুগাড়া। পাহাড়ি টিলা ভেঙে কালো পিচের রাস্তা। শিলিগুড়ি থেকে মাত্র ছয় কিমি গাড়িতে গেলেই আপনার জন্য অপেক্ষা করছে, বেঙ্গল সাফারি। বনদফতরের বাসে করেই ঢুকতে হবে বনের গভীরে। বাসের জানলা দিয়েই চোখে পড়বে বাঘের আয়েসী চান। হরিণের লুকোচুরি।


এখন রয়েছে এক বাঘ ও এক বাঘিনী। স্নেহাশিস ও শিলা। দেখা মিলবে আরও নানা জীবজন্তুর। গতবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন এই বেঙ্গল সাফারির। আগামী দিনে সাফারিকে ঘিরে রয়েছে আরও অনেক পরিকল্পনা। জানালেন গৌতম দেব।


সকাল দশটা থেকেই শুরু হয় সাফারি। ৩০ মিনিট গ্যাপেই মিলবে বনদফতরের বাস। সাফারির দক্ষিণাও নামমাত্র। তাহলে আর দেরি না করে, এবার বেড়িয়ে পড়লেই হল...


আরও পড়ুন, অনুপম খুনে মনুয়াকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য!