নারায়ণ সিংহ রায়:  চোপড়ায় রাজ্যপাল। মৃত চার শিশুর পরিবারের সঙ্গে কথা। শুনলেন গ্রামবাসীদের বক্তব্যও। মুখ্যমন্ত্রীকে জানাবেন। রিপোর্ট দেবেন স্বরাষ্ট্রমন্ত্রকেও। জানালেন সি ভি আনন্দ বোস। পরিবারের পাশে থাকারও বার্তা। চোপড়ার শিশু মৃত্যুর ঘটনায় পরিদর্শনে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চোপড়ায় মৃতের পরিবার-সহ বিএফের সঙ্গেও দেখা করেন রাজ্যপাল। সেখান থেকেই সড়কপথে সোজা শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে এসে পৌঁছান রাজ্যপাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Konnagar Child Death: বান্ধবীকে সঙ্গে নিয়ে ৮ বছরের বাচ্চাকে নৃশংস খুন মায়ের! কেন?


সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালি ও রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "রাজ্যের আইনশৃঙ্খলা থমথমে হয়ে গিয়েছে। গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ফেরাতে রাজ্য সরকার এবং অন্যান্য সংস্থা গুলোকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।" অন্যদিকে চোপড়ার পরিদর্শন নিয়ে রাজ্যপাল বলেন, "নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছি। তাদের আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলে তাদের মানসিক পরিস্থিতির অবস্থা বোঝার চেষ্টা করছি৷ অন্যদিকে বিএসএফের সঙ্গে দেখা করেছি। শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে।"


প্রসঙ্গত, সন্দেশখালি মহিলাদের জন্য রাজভবনে পিস হোম তৈরির উদ্যোগ রাজ্যপালের। সোমবার কলকাতা ঢুকেই এই সিদ্ধান্ত নেন রাজ্যপাল। সন্দেশখালির আক্রান্ত মহিলারা নিরাপত্তার অভাব বোধ করলে রাজভবনে এসে থাকতে পারেন। সেই ব্যবস্থা করা হচ্ছে রাজভবনের তরফে। খবর সূত্রের। রাজ্যপাল মনে করেন যে এক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষা এবং সমৃদ্ধি এটাই রাজ্যপালের মূল লক্ষ্যের বিষয়।



আরও পড়ুন, Bailey Bridge Collapsed: উদ্বোধনের দু'দিন বাকি! তার আগেই ভেঙে পড়ল বেইলি ব্রিজ, তলিয়ে গেল ১ শ্রমিক


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)