পশ্চিমবঙ্গে ভোট রক্তস্নাত হবে: রাজ্যপাল, অকারণে রাজনীতি করছেন, কুৎসা করছেন: TMC
পুলিস-প্রশাসনকে রাজনীতিমুক্ত হয়ে কাজ করার বার্তা।
নিজস্ব প্রতিবেদন: 'এ রাজ্যে একুশের বিধানসভা ভোট রক্তাক্ত হবে।' পুরুলিয়ায় পুলিসের অনুষ্ঠান যোগ দিয়ে এবার এমনই আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankar)। সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগরে দিলেন পুলিস ও প্রশাসনের ভূমিকায়। 'অকারণে রাজনীতি করছেন, কুৎসা করছেন', প্রতিক্রিয়া তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)।
আরও পড়ুন: 'জয় শ্রীরাম' ধ্বনি ঘিরে উত্তপ্ত ভাতার, TMC-BJP সংঘর্ষে জখম ১০
উল্লেখ্য, ভোটের মুখে চড়ছে রাজনীতির পারদ। রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ-হানাহানির ঘটনা বাড়ছে। কলকাতায় যখন জেপি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার ঘটে, তখন 'এক্ষুনি' বাংলায় রাষ্ট্রপতি শাসন (President Rule) জারির দাবি করেছিলেন বিজেপি (BJP) নেতা মুকুল রায় (Mukul Roy)। কনভয়ে হামলার প্রেক্ষিতে ডিসেম্বরে মুখ্যসচিব ও ডিজিপির সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs)। সূত্রের খবর, সেই বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষা প্রশ্নে রাজ্যকে কড়া নির্দেশ দেওয়া হয়। সাফ জানিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে যেন নাড্ডার কনভয়ে হামলার মতো ঘটনা না ঘটে।
আরও পড়ুন: শুটআউট খড়্গপুরে, গুলি করে খুন 'তৃণমূল কর্মী' ব্যবসায়ী! জোর চাঞ্চল্য়
এদিন পুলিসের এক অনুষ্ঠানে যোগ দিতে যান রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)। অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগাগোড়া রাজ্য সরকার কার্যত তুলোধোনা করেন তিনি। রাজ্যপাল বলেন, 'চারিদিকে একটাই আলোচনা, পশ্চিমবঙ্গে ভোট রক্তস্নাত হবে। পুলিস-প্রশাসনকে রাজনীতিমুক্ত হয়ে কাজ করতে হবে। তা যদি না হয়, তাহলে গণতন্ত্রে ভোট কুঠারাঘাত করবে।' স্রেফ সামগ্রিকভাবে রাজ্য প্রশাসন ও পুলিশের ভূমিকায়ই নয়, এদিন আবার টুইটে ব্য়ারাকপুর কমিনারেটের (Barrackpore Police Comissionrate) বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যপাল। তাঁর দাবি, মামলার দায়ের করার কারণ জানতে চেয়ে এক ব্যক্তিকে থানায় ডেকে পাঠিয়েছেন অপূর্ব মণ্ডল নামে এক ইন্সপেক্টর। এই ঘটনা নিয়ে ডিজিপি-র কাছে জবাব তলব করেও সদুত্তর মেলেনি।
রাজ্যপালের বক্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া তৃণমূল (TMC)। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, 'ওঁর (রাজ্যপাল) নিজের দল (বিজেপি) প্ররোচনা দিয়ে ভোটকে হিংসাত্বক পর্যায়ে নিয়ে যেতে চাইছে। আর সেই প্লটটা রাজ্যপাল জানেন, তাই পূর্বাভাস দিতে চাইছে। তৃণমূল অবাধ, শান্তিপূর্ণ ও উন্নয়নের নিরিখে ভোট করতে চাইছে। পরিষ্কার বলছি, রাজ্যপাল অকারণে কুৎসা করছেন, রাজনীতি করছে।'