নিজস্ব প্রতিবেদন:   জামাকাপড় মেলার জন্য তার টাঙিয়েছিলেন দিদিমা। কিন্তু মত্ত অবস্থায় বাইক নিয়ে বাড়িতে ঢোকার সময়ে তারে আটকে পড়ে যান নাতি। আর সেটাই হল কাল। মত্ত নাতির হাতে খুন হতে হল বৃদ্ধাকে। পরে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে তুলে দেওয়া হয় পুলিসের হাতে। ঘটনাটি ঘটেছে হাবড়ার বেরগুম পেয়ারা তলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ভালোলাগার মানুষকে ছেড়ে ফিরতে চেয়েছিলেন স্বামীর কাছে, পরিণতি...


মুরগি ব্যবসায়ী তারক ঘোষ হাবড়ার বেরগুম পেয়ারাতলার বাসিন্দা। বুধবার বিকেলে বাইক নিয়ে বাড়ি ঢোকার সময় জামাকাপড় মেলার তারে বাধা পেয়ে পড়ে যায়। তারটি টাঙিয়েছিলেন তাঁর দিদিমা আরতি ঘোষ। তাঁকে ধরে বেধড়ক মারতে শুরু করেন তারক। এই অবস্থা দেখে আরতিদেবীকে বাঁচাতে গেলে তারকের লাঠির ঘায়ে আহত হন কয়েকজন। গুরুতর জখম বৃদ্ধাকে হাবড়া হাসপাতালে আনা হলে মৃত্যু হয় তাঁর। এরপরই অভিযুক্ত তারক ঘোষকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।