নিজস্ব প্রতিবেদন: ফের বিশ্বভারতীতে উত্তেজনা, এবার বিশ্বভারতীতে বাংলাদেশ আন্তজার্তিক ভবন এর সামনে চোখে পড়ল কবর। তারওপরে রয়েছে ফুল-মালা, ধূপকাঠি এবং একটি তোশক। উল্লেখ্য বাংলাদেশ ভবন বিশ্বভারতী ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে গড়ে উঠেছিল। এটি বিশ্বভারতীর অন্যতম আন্তর্জাতিক ভবন।  সেই ভবনের সামনেই এবার দেখা গেল কবর। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  নজরে মালদহ-মুর্শিদাবাদ, North Bengal থেকে ফিরে আরও ৩ জেলা সফরে Mamata


বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে কীভাবেই বা কবর দেওয়া সম্ভব হল? সেই নিয়েই উঠছে প্রশ্ন। এ ক্ষেত্রে বাংলাদেশ ভবনে দিনের ২৪ ঘণ্টাই নিরাপত্তারক্ষীর কড়া নিরাপত্তা থাকে। সেই নিরাপত্তা এড়িয়ে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়রা বিশ্বভারতীর নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও কবরটি কিসের? মানুষের না অন্য কিছুর তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতী এলাকায়৷ 


বিশ্বভারতী নিয়ে উত্তেজনা অব্যাহত। এর আগেও একাধিক কারণে শিরোনামে এসেছে বিশ্বভারতী। এর আগে প্রকাশ্যে এসেছে বিশ্বভারতী আর বোলপুর পৌরসভার দ্বন্দ্ব। বন্ধ করে দেওয়া হয়েছে পুরনো রেজিস্ট্রার অফিসের প্রাচীর নির্মাণের কাজ। দীর্ঘ দিন ধরে একের পর এক দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বার বার প্রাচীর নির্মাণ নিয়েই বিশ্বভারতীতে সমস্যা তৈরি হয়েছিল।