ওয়েব ডেস্ক : দার্জিলিঙের পর এবার বিস্ফোরণ কালিম্পংয়ে। শনিবার সন্ধ্যায় কালিম্পং থানা লক্ষ্য করে গ্রেনেড হামলা। ঘটনায় মৃত্যু হয়েছে এক সিভিক ভলান্টিয়ারের। আহত হয়েছেন আরও তিনজন। তাদের চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার কথা স্বীকার করেছেন দার্জিলিঙের পুলিস সুপার অজিত সিং যাদব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দার্জিলিং বিস্ফোরণকাণ্ডে বিমল গুরুং সহ ৩ মোর্চা নেতার বিরুদ্ধে UAPA-তে এফআইআর


শুক্রবার মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে ওঠে দার্জিলিঙের চকবাজার। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে জানলার কাচ। গর্ত হয়ে ‌যায় রাস্তায়। নিকটবর্তী একটি দোকানের শাটারও ক্ষতিগ্রস্ত। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল 'হাই ইন্টেনসিটি এক্সপ্লোসিভ'। বিস্ফোরণ ঘটানো হয়েছিল ব্যাটারিচালিত ডিটোনেটর দিয়ে। সেই ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। এই ঘটনায় মোর্চা সুপ্রিমো বিমল গুরুং সহ ৩ মোর্চা নেতার বিরুদ্ধে UAPA-তে এফআইআর করা হয়েছে। বিস্ফোরণ নিয়ে শনিবার নবান্নে জরুরি বৈঠকে বসেন রাজ্য প্রশাসনের পদস্থ কর্তারা।