ওয়েব ডেস্ক: আপাতত স্বস্তিতে বিমল গুরুংরা। সিবিআই-এর গ্রেফাতারি পারোয়ানা জারি করার আবেদন নাকচ করল আদালত। মদন তামাং হত্যা মামলায় আদালাতের নির্দেশ সত্ত্বেও আদালতে হাজির হননি বিমল গুরুং সহ অভিযুক্ত মোর্চা নেতারা। ঘটনার প্রেক্ষিতে গ্রেফাতারি পরোয়ানা জারি করার আবেদন জানায় সিবাআই। এদিকে আদালতে মোর্চাদের তরফে দাবি করা হয়, এর আগে একই মামলায় হরকা বাহাদূর ছেত্রী আদালতে হাজির দেওয়ার পরে তাকে হেনস্থা করেছে পুলিস। হুমকি দেওয়া হয়েছে মিথ্যা মামলায় ফাঁসানোর।


উল্লেখ্য, রবিবার বিনয় তামাং, রোশন গিরি, কমল ছেত্রীর বাড়িতে নোটিস ঝুলিয়ে দেয় সিবিআই। মোর্চা প্রধান বিমল গুরুং-এর পাতলেবাসের বাড়িতেও নোটিস পৌঁছে দেয় পুলিস। কিন্তু শেষ অবধি উপস্থিত হননি তাঁরা।