নিজস্ব প্রতিবেদন: করোনাকালে বেহাল অর্থনীতি। কাজ চলে গিয়েছে বহু মানুষের। বেহাল অবস্থা শ্রমিক শ্রেণির মানুষের। এই কঠিন সময়ে মেহনতি মানুষদের সমস্যার কষ্ট কিছুটা লাঘব করতে এগিয়ে এলে হলদিয়া পুরসভা। শুক্রবার হলদিয়া পুরসভার উদ্যোগে খোলা হল 'মা ক্যান্টিন'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-NIA: পাক অ্যাকাউন্ট থেকে বিপুল টাকা লেনদেন! তারকেশ্বরে ২ যুবকের বাড়িতে হানা এনআইএ-র


গরিব ও শ্রমজীবী মানুষের জন্য খোলা এই ক্যান্টিনে মাত্র ৫ টাকায় পাওয়া যাবে ডিম ভাত। নামে ডিম ভাত হলেও সঙ্গে থাকবে ডাল ও সবজি। ক্যান্টিনটি পরিচালনা করবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।


হলদিয়ার ৫ নম্বর ওয়ার্ডের হসপিটাল মোড়ে চালু করা হল এই ক্যান্টিন। রোজ সকাল ৭টা-১০টার মধ্যে টিকিট কাটতে হবে। খাবার পাওয়া যাবে বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত।


আরও পড়ুন-Birbhum: বিধানসভায় হার, অনুব্রতর নির্দেশে দুবরাজপুরে পদত্যাগ ৩ পঞ্চায়েত প্রধানের


শুক্রবার ওই ক্য়ান্টিন উদ্বোধন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন মহকুমা শাসক লক্ষ্মণ পেরুমল, হলদিয়া পুরসভার পুরপ্রধান সুধাংশ শেখর মন্ডল ও হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল আজগর আলি ওরফে পল্টুদা।


প্রথম দিনেই মা ক্যান্টিনে খেলেন প্রায় তিনশো মানুষ। তবে এমন ক্যান্টিনকে কটাক্ষ করেছে বিজেপি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)