জমির মধ্যে উদ্ধার আধপোড়া মহিলার দেহ, খুন না আত্মহত্যা?
বর্ধমান দক্ষিণ মহকুমা পুলিস আধিকারিক আমিনুল ইসলাম খান বলেন ময়নাতদন্ত না হলে খুন না কি তা পরিস্কার বলা যাবে না।
নিজস্ব প্রতিবেদন: জমি থেকে আধপোড়া মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের জামালপুরে। মাঝ বয়সী ওই মহিলার নাম বা পরিচয় জানা যায় নি।
রবিবার সকালে জামালপুরের নারায়ণপুর গ্রামের মাঠে কাজ করতে গিয়ে এলাকার একজন বাসিন্দা পোড়া মৃতদেহ দেখতে পান। এরপর জামালপুর থানায় খবর দিলে পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিস মর্গে পাঠায়।
স্থানীয়দের অনুমান মহিলাকে খুন করে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্ধমান দক্ষিণ মহকুমা পুলিস আধিকারিক আমিনুল ইসলাম খান বলেন ময়নাতদন্ত না হলে খুন না কি তা পরিস্কার বলা যাবে না।
'বিরল' সূর্যগ্রহণ! কলকাতা-সহ রাজ্যের কোথায় কোথায় কখন দেখা যাবে, রইল সময়সূচি
হুগলি ও পূর্ব বর্ধমান জেলার বর্ডার এলাকায় নারায়ণপুর গ্রাম। স্থানীয় বাসিন্দারা বলেন হয়তো হুগলি জেলার বাসিন্দা মৃত মহিলা। তাকে খুন করে বর্ডার এলাকার মাঠে ফেলে দিয়ে গেছে দুস্কৃতীরা। জামালপুর থানার পুলিস তদন্ত শুরু করেছে।