'বিরল' সূর্যগ্রহণ! কলকাতা-সহ রাজ্যের কোথায় কোথায় কখন দেখা যাবে, রইল সময়সূচি
Jun 21, 2020, 09:27 AM IST
1/6
গ্রহণ নিয়ে রবিবার সকাল থেকেই মানুষের মধ্যে উত্তেজনার শেষ নেই। কখন কোথায় কতক্ষণ দেখতে পারবেন গ্রহণ জেনে নিন এখনই। বিজ্ঞান ও প্রযুক্তিমেলার পশ্চিমবঙ্গে সূর্য গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
2/6
কলকাতায় সকাল ১০.৪৬ মিনিট থেকে দুপুর ২.১৭ মিনিটপর্যন্ত সূর্যগ্রহণ দেখা যাবে।
photos
TRENDING NOW
3/6
মেদিনীপুরে সকাল ১০.৪৩ থেকে দুপুর ২.১৪ মিনিট পর্যন্ত গ্রহণ দেখা যাবে। মুর্শিদাবাদে সকাল ১০.৪৭ মিনিট থেকে দুপুর ২.১৭ মিনিট পর্যন্ত গ্রহণ দেখা যাবে।
4/6
শিলিগুড়িতে সকাল ১০.৪৭ মিনিট থেকে দুপুর ২.১৬ মিনিট গ্রহণ দেখা যাবে। মালদা সকাল ১০.৪৬ থেকে দুপুর ২.১৭ মিনিট পর্যন্ত গ্রহণ দেখা যাবে।
5/6
রায়গঞ্জ সকাল ১০.৪৬ থেকে দুপুর ২.১৬ মিনিট পর্যন্ত গ্রহণ দেখা যাবে। কোচবিহার সকাল ১০.৫০ থেকে দুপুর ২.১৯ মিনিট পর্যন্ত গ্রহণ দেখা যাবে।
6/6
অবশ্য সবটাই নির্ভর করছে আবহাওয়া কেমন থাকে, আকাশ আদৌ মেঘলা থাকবে কিনা, তার ওপর।