নিজস্ব প্রতিবেদন: রাজ্যকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে। তা নাহলে বাংলার উন্নতি সম্ভব নয়। বিজেপিতে যোগ দিয়ে এমনই আহ্বান জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রবিবার ডায়মন্ডহারবারের সভায় শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মিলবে বিনামূল্যে বিদেশি মদ, ৩১-এর রাতে রায়গঞ্জে সরকারি স্পোর্টস কমপ্লেক্সে একদিনের বার!


ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, 'বাংলার মানসম্মান নষ্ট করে বাংলাকে মোদীর হাতে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। বাংলা কি কোনও বস্তু নাকি যে যার তার হাতে তুলে দিতে হবে! ক্ষমতা থাকলে ডায়মন্ডহারবারের ৭ বিধনসভার মধ্যে একটা মোদীর হাতে তুলে দিয়ে দেখাও। আগামিদিনে দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ করব।'


গত ১০ ডিসেম্বর জি পি নাড্ডার কনভয়ে হামলা থেকে শুরু করে 'তোলাবাজ ভাইপো' অভিযোগেরও জবাব দেন অভিষেক। নাড্ডার কনভয়ে হামলা নিয়ে তৃণমূল সাংসদ বলেন, 'আপনারা কি কখনও শুনেছেন ভিআইপি কনভয়ে মিনিবাস থাকে, দেড়শো বাইক থাকে। যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদের প্রতি মানুষের ক্ষোভ রয়েছে। তবে সবাইকে অনুরোধ ক্ষোভের প্রকাশ ইট দিয়ে নয়, ইভিএম-এ দিন।'


আরও পড়ুন-ডায়মন্ড হারবারে অভিষেকের সভায় অনুপস্থিত ২ বিধায়ক


অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ ভাইপো বলে নাগাড়ে তোপ দেগে চলেছেন বিজেপি নেতারা। শুভেন্দুর মুখেও সেকথা শোনা গিয়েছে। এনিয়ে অভিষেক বলেন, 'নারদা টেপে আমাকে টাকা নিতে দেখা যায়নি। তোমাকে দেখা গিয়েছে। সারদাতেও তোমার নাম রয়েছে। আমার বিরুদ্ধে যদি তোলাবাজি প্রমাণ হয় তাহলে কোনও ED, CBI নয়, একটা ফাঁসির মঞ্চ তৈরি করে দিও। আমি সেখানেই মৃত্যবরণ করব। চ্যালেঞ্জ করছি।'


তৃণমূলে এতদিন থাকার জন্য লজ্জিত বলে মন্তব্য করেছেন Suvendu। এরও জাবাব দেন ডায়মন্ডহারবারের সাংসদ। বলেন, তোমার বাবা ও ভাই এখনও তৃণমূলেই রয়েছেন। তাদের তুমি বিজেপিতে আনতে পারলে না। তুমি আবার বাংলাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবে!