Bankura: বদলির আবেদন মঞ্জুর, তবুও পড়ুয়াদের ভালোবাসায় `বন্দি` প্রধানশিক্ষক!
রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টালে বদলির আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন মঞ্জুর হতেই স্কুলে প্রধানশিক্ষককে ঘেরাও করল পড়ুয়ারা।
মৃত্য়ুঞ্জয় দাস: রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টালে বদলির আবেদন মঞ্জুর হয়ে গিয়েছিল। কিন্তু বাদ সাধল পড়ুয়ারাই! পুজোর ছুটি শেষ হতেই রীতিমতো বিক্ষোভ শুরু হয়ে গেল স্কুলে। সিদ্ধান্ত বদল করতে হল প্রধানশিক্ষককে। ঘটনাস্থল বাঁকুড়ার সিমলাপালের মাচাতোড়া ইউনিয়ন হাইস্কুল।
দীর্ঘদিন স্কুলে কোনও স্থায়ী প্রধানশিক্ষক ছিল না। ২০১৬ সালে মাচাতোড়া ইউনিয়ন হাইস্কুলে যোগ দেন মনোরঞ্জন গোস্বামী। অচিরেই বদলে যায় স্কুলের পরিবেশও! প্রধানশিক্ষকের উদ্যোগে নিয়মিত ক্লাস শুরু হয়। সঙ্গে নিয়ম মেনে পরীক্ষা ও ফলাফল প্রকাশ। শুধু তাই নয়, স্কুল চত্বরে বাগান তৈরি-সহ আরও নানা শিক্ষামূলক কর্মকাণ্ডও চলতে থাকে। মাচাতোড়া ইউনিয়ন হাইস্কুলে যারা পড়াশোনা করে, তাদের প্রিয়পাত্র হয়ে ওঠেন স্কুলের প্রধানশিক্ষক মনোরঞ্জন গোস্বামী।
আরও পড়ুন: Daihat Municipality: চাকরির টোপ দিয়ে তরুণীকে কুপ্রস্তাব, ভাইরাল পুরপ্রধানের অডিয়ো-ভিডিয়ো ক্লিপ
বাঁকুড়ারই খাতড়া এলাকায় বাড়ি মনোরঞ্জনের। দীর্ঘ পথ পেরিয়ে, নিজেই বাইক চালিয়ে স্কুলে আসেন তিনি। বাড়ির কাছে স্কুলে বদলি চেয়ে আবেদন জানিয়েছিলেন রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টালে। বাঁকুড়ার সিমলাপালের স্কুলের প্রধানশিক্ষককে রানীবাঁধ ব্লকের পুরানপানি হাইস্কুলে বদলি নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। পুজোর ছুটির মধ্যেই সেই খবর ছড়িয়ে পড়েছিল পড়ুয়ামহলে। গতকাল, বৃহস্পতিবার স্কুল খুলেছে। সেদিন বদলির রুখতে প্রধানশিক্ষককে ঘেরাও করলপড়ুয়ারা। 'প্রিয় স্যার'-কে কোনও অবস্থাতেই ছাড়তে রাজি নয় তারা! পড়ুয়াদের আবদার ফেরাতে পারলেন না প্রধানশিক্ষক। অবসর না নেওয়া পর্যন্ত মাচাতোড়া ইউনিয়ন হাইস্কুলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর আগে, পাঁশকুড়ার চাঁপাডালি উচ্চ বিদ্যালয়ে প্রধানশিক্ষকের বদলি রুখতে ক্লাস ও মিড-ডে মিল বয়কট করেছিল পড়ুয়ারা। উৎসশ্রী পোর্টালে বদলির আবেদন করেছিলেন ওই স্কুলের প্রধানশিক্ষকও। শেষপর্যন্ত অবশ্য নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন তিনি।